পরোপকার
মো. সাইদুল হাসান সেলিম
আমার প্রয়াণের পরে রইবো অন্যত্র,
অন্য কোন স্থানে,
আকাশের শুভ্র তাঁরা হয়ে নয়তো,
চাঁদোয়া আলোর অন্তরালে।
স্বপ্নের মঞ্চে জীবন আজ
ব্যর্থতার স্বাদ নিচ্ছে,
বাস্তবতা বিবর্ণ আজ
নিরর্থক কষ্ট দিচ্ছে।
অপূর্ণ সব স্বপ্নগুলো
একই রং এ মিশে,
নির্ঘুম রাতে কষ্ট কষে,
পাইনা খুঁজে দিশে।
বৈষম্যগুলো অবশেষে
রূপ নিয়েছে ক্ষোভে,
ভবিষ্যতটা ভুলেই ছিলাম
সম্মাননার লোভে।
জ্ঞান বুদ্ধি শক্তি বল-নেই
অবশিষ্ট আর।
তন্দ্রা ছুটে জেগে দেখি,
আমরা গোপাল ভাঁড়।
দেশমাতৃকায় অবদান রাখার,
প্রবল আকুতি,
মনে জাগায় শিহরণের
তৃপ্ত অনুভূতি।
নিউট্রনরা বোমা বোঝে,
মানুষ বোঝে না!
শিক্ষকতা সম্মান বোঝে,
বিত্ত খুঁজে না।
দুর্দিনেও শির উঁচিয়ে ধরে,
পাতিনি তবু হাত,
দুর্বিসহ জীবন জয়ে,
কাটাই তিমির রাত।
দেশ মাতার কখনো যদি,
দুর্দিন নেমে আসে,
জীবন বাজী রেখে যুদ্ধে যাবো
শত্রুর বিনাশে।
মৃত্যুর পরও ফুল ফোটাবো
শুয়ে কবর পাড়ে।
পুষ্প হয়ে সুগন্ধি ছড়াবো,
দশের উপকারে।
Head Teacher
PASCHIM RUHETA SECONDARY SCHOOL
Bhola Sadar, Bhola.