ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সহমর্মিতা ও ইফতার সামগ্রী বিতরণ করলেন এমপি শাওন
ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কোভিড-১৯ প্রাদুর্ভাবে কর্মহীন ও দুস্থদের মাঝে ঢাকাস্থ লালমোহন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সহমর্মিতা ও ইফতার সামগ্রী বিতরণ করেন ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ১৫ মে শুক্রবার দুপুর ১২ টায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত আলোচনায় এমপি শাওন বলেন, বৈশ্বিক দূর্যোগে অসহায় মানুষের পাশে দাড়াতে পারার চেয়ে বড় প্রাপ্তি নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার পৌছে দেওয়া হচ্ছে। পৃথিবীর সকল দুর্যোগে মানব সভ্যতার জয় হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলতে হবে সকলকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আল্লাহর রহমতে আমরা করোনা যুদ্ধেও জয়ী হবো।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল এবং লালমোহন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ।