সর্বশেষঃ

দৌলতখানে স্বাস্থ্যকর্মীসহ তিনজন করোনায় আক্রান্ত

ভোলার দৌলতখানে স্বাস্থ্যকর্মীসহ তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত দুই ব্যক্তি দৌলতখান হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি । অন্যজন দৌলতখান হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান ভোলা সদর হাসপাতলে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছে । এনিয়ে গত পাচঁদিনে দৌলতখান উপজেলায় তিন জন করোনা রোগী শনাক্ত হল। আক্রান্ত দুই ব্যক্তি কয়েকদিন পূর্বে চট্টগ্রাম থেকে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নে তাদের বাড়ি ফিরেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান। তিনি বলেন,আক্রান্ত ব্যক্তিরা গত কয়েকদিন পূর্বে চট্টগ্রাম থেকে দৌলতখানের গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠায়। পরে গতকাল বুধবার তাদের করোনা পজিটিভ আসে । এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়েছে।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, নতুন আক্রান্ত ব্যক্তিরা দৌলতখান হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ির ১৫ টি পরিবারকে লকডাউন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।