ভোলার বিভিন্ন দাবী নিয়ে চট্টগ্রামস্থ ভোলা জেলা ছাত্র ফেরামের সংবাদ সম্মেলন
তজুমদ্দিনে ইউএনডিপি’র বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান

ভোলার তজুমদ্দিনে দাতা সংস্থা ইউএনডিপি বাংলাদেশ এর আই সি বি এ এ আর প্রকল্পের আওতায় ৫শত দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ হাজার ৫শত টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।
ইউএনডিপির স্থানীয় প্রতিনিধি কামরুজ্জামান কিরন জানান, করোনা ভাইরাস মোকাবেলায় অপদকালীন সময়ে সরকারের নানামুখী কার্যক্রমের সাথে মানবিক সহায়তা হিসাবে নারী ও শিশুদের প্রয়োজনীয় উপকরণ কিনতে এই সহায়তা প্রদান করা হয়। উপজেলা সহ-ব্যবস্থাপনা কমিটি ও ইউএনডিপির স্থানীয় প্রতিনিধির তত্ত্বাবোধায়নে এসব সুবিধাভোগীর তালিকা তৈরী করা হয়।
কাজিকান্দি গ্রামের সুবিধাভোগী কহিনুর বেগম জানান, বিকাশের মাধ্যমে টাকা প্রদান করায় আমরা সঠিকভাবে হাতে পেয়েছি। করোনার মহামারীর মধ্যে নগদ টাকা পেয়ে আমি ব্যাপক উপকৃত হয়েছি।