মনপুরায় ২শ’ কর্মহীন অসহায় পরিবারের মাঝে আশা’র ত্রাণ

ভোলার মনপুরায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২০০ শত অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করলে বে-সরকারি এনজিও আশা। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ত্রান বিতরণ করেন। এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। ত্রান সামগ্রীর মধ্যে ছিল, চাল ১০ কেজি, আলু ২ কেজি, মশারীর ডাল ২ কেজি, লবণ ১ কেজি ও তেল ১ লিটার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবু, আশা’র বাংলা বাংজার অঞ্চলের এরএম মোঃ শফিকুল ইসলাম, তজুমুদ্দিন অঞ্চলের আরএম মোঃ জাহিদ হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার হাবিুবর রহমান ও সহকারি ব্রাঞ্চ ম্যানেজার আবুল হারেচ সহ আশা’র কর্মীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।