ভোলার বিভিন্ন দাবী নিয়ে চট্টগ্রামস্থ ভোলা জেলা ছাত্র ফেরামের সংবাদ সম্মেলন
ঈদ উপলক্ষে ভোলায় সালমান গ্রুপ লিমিটেড এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
সালমান গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ। ছবিঃ ভোলার বাণী।

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর করাল গ্রাসে স্থবির হয়ে গেছে সারাবিশ্ব। আমাদের দেশও এর ব্যতিক্রম নয়। করোনার প্রভাবে কোথাও সরকারি ঘোষিত আবার কোথাও অঘোষিত লকডাউন চলছে। কর্ম হারিয়েছে মানুষগুলো। এতে করে অসহায় ও বিপদগ্রস্ত হয়ে পরছে নিম্ম আয়ের শ্রমজীবী সাধারণ মানুষগুলো। তাদের পরিবারগুলোর কথা চিন্তা করে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলা সদর উপজেলার ১৩ নং দক্ষিণ দিঘলদী ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে ঈদের উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার (১৩ মে) সকালে দক্ষিণ বালিয়া বটতলা বাজারের মিজান সুপার মার্কেটের সামনে সালমান গ্রুপ লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান হতদরিদ্র অসহায় পরিবারগুলোর মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।
বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৩ কেজি চাউল, ৩ কেজি চিনি, ৩ প্যাকেট সেমাই, ১ কেজি দুধ ও ২০০ গ্রাম মশলা।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে, মোহাম্মদ মিজানুর রহমান বলেন দেশের এই সংকটময় সময় কর্মহারা হতদরিদ্র অসহায় পরিবারের সুখ-দুঃখ ভাগ করে নিতে এই খাদ্য বিতরণ আমাদের পক্ষ থেকে ক্ষুদ্র একটি প্রয়াস মাত্র। আমাদের বিতরণকৃত খাদ্য সামগ্রীর মাধ্যমে যদি কিছু পরিবারের মুখে হাসি ফোটে তাহলে সেটাই হবে আমাদের স্বর্থকতা।
এসময় তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে নিজগৃহে থাকার আহবান জানান এবং বৈশ্বিক এই করোনা মহামারীর সময় সমাজের সকল বিত্তবান শ্রেণির মানুষদের হতদরিদ্র ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানির প্রকল্প পরিচালক মোহাম্মদ মহসিন মাতাব্বর, জি এম আলহাজ্ব মোহাম্মদ ফজলুল কাদের রিয়াজসহ কোম্পানির বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।