ভোলার পশ্চিম ইলিশায় লার্ড বাহাদুরের থাবায় কৃষকের ধান লুট

কৃষকের এই জমির ধান লুট হয়েছে । ছবি ভোলার বাণী

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার মানুষের কাছে আতঙ্কের নাম লার্ড পরিবার। পশ্চিম ইলিশার এমন কোন কর্মকাণ্ড নেই যে লার্ড পরিবারের সদস্যরা জড়িত না। ধর্ষন, চাঁদাবাজি, লুট হামলা সবই লার্ড বাহাদুরের সদস্যরা জড়িত বলে জানান স্থানীয়রা।
হতদরিদ্র কৃষক আবদুল মালেক কোনরকম কৃষিকাজ করে জীবন চলে, আর এখানে ও থাবা দিয়েছেন লার্ড পরিবারের উত্তরসূরি আলী হোসেনগংরা। সোমবার সকালে দা লাঠিসোটাসহ দলবল নিয়ে পশ্চিম ইলিশা ৪নং ওয়ার্ডের দরিদ্র কৃষকের জমির কাচা ধান লুট করে নিয়ে যায় লার্ড বাহাদুরের সন্তানরা।
নিজের জমির ধান কেটে নিয়ে যাওয়ার খবর শুনে কৃষক মালেক এর স্ত্রী ছুটে গেলে তাকে ও হেনেস্থা করে আলী লার্ড গংরা।
কৃষক আবদুল মালেক বলেন, আমি দীর্ঘ ১০/১২ বছর এই জমি চাষ করে এটা আমার ক্রয় করা সম্পত্তি কিন্তু হঠাৎ আজ আলী লার্ড লোকজন নিয়ে এসে কাচা ধান কেটে নিয়ে গেছে।
এই বিষয়ে ভোলা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান কৃষক আবদুল মালেক।আবদুল মালেক এর ফুফাতো ভাই নুরে আলম হাজারী বলেন আমি বিষয়টি জানি ,যে ধান কেটে নিয়ে গেছে মালেক এর।

তবে অভিযুক্ত আলী লার্ডগংদের বক্তব্য নিতে গেলে তাদের পাওয়া যায়নি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।