মোজাম্মেল হকের মৃত্যুতে আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন মহলের শোক

ভোলা বারের সিনিয়র আইনজীবী, সাবেক সভাপতি, সাবেক পিপি, বিএনপির ভোলা জেলার সাবেক সভাপতি এডভোকেট মোজাম্মেল হক ১০ মে রাত সাড়ে ১১ টায় তার ওয়েস্টার্ণ পাড়ার বিএবিএস রোডের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি——-রাজিউন)। ১১ মে সোমবার সকাল ১১ টায় গোরস্থান মসজিদে মরহুমের জানাজা শেষে গোরস্থান মাদ্রাসা ক্যাম্পাসে দাফন করা হয়।
মোজাম্মেল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সম্পাদক হারুন অর-রশিদ ট্রুম্যান, ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ, ভোলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালাহ উদ্দিন হাওলাদার ও সাধারন সম্পাদক এডভোকেট নুরুল আমীন নুরনবী, পিপি সৈয়দ আশরাফ হোসেন লাভু, বারের সাবেক সম্পাদক এডভোকেট কিরণ তালুকদার, জাতীয় বন্ধুজন পরিষদ সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ভোলা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সম্পাদক এম এ তাহের, সাবেক প্রেসক্লাব সভাপতি ফারুকুর রহমান, হিন্দু-বৈদ্য ঐক্য পরিষদের সম্পাদক অভিনাষ নন্দি, জেলা ক্রিয়া পরিষদ সম্পাদক ইয়ারুল আলম লিটন, যুগ্ম সম্পাদক মুনতাসীর রাজিব চৌধুরী, জেলা যুবদল সভাপতি-সম্পাদক, ছাত্রদল সভাপতি-সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সম্পাদক, দৈনিক ভোলার বাণী পরিবারসহ বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন।
এক শোক বার্তায় মজনু মোল্লা বলেন, পবিত্র রমজানে আমাদের ও পৃথিবী ছেড়ে চলে যাওয়া এই সমাজ সেবক পরোপকারী গুনি মানুষটিকে মহান আল্লাহ জান্নাতের প্রসংশিত স্থান দানের পাশাপাশি শোকার্ত পরিবারকে শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page