সর্বশেষঃ

ভোলায় আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট ত্রাণ হস্তান্তর

করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের বিশেষ নির্দেশনায় সকল কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাবার কারণে কর্মহীন হয়ে পড়ে সকল শ্রেণীর পেশার মানুষ।এমন পরিস্থিতিতে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ান ভোলা এনজিও আশা। ১১মে (সোমবার) সকাল ১১টায় ভোলা জেলাপ্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক এর নিকট আশার নিজ তহবিল থেকে চাউল, ডাল, আলু, তৈল ও লবণ সহ পাঁচশত প্যাকেট হস্তান্তর করা হয়।বেলা ১২টার সময় ভোলা সদর নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর নিকট দুইশত প্যাকেট হস্তান্তর করে সংস্থাটি।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ এর আশার ডিভিশনাল ম্যানেজার মোঃ আবু খালেদ রাজু, এডিশনাল ডিভিশন ম্যানেজার বরিশাল, ইব্রাহিম হোসেন খাঁন, অপু নারায়ন দাস, ভোলা জেলা ম্যানেজার, মোঃ আরিফ হোসেন লিটন ব্রাঞ্চ ম্যানেজার ভোলা সদর।
এসময় ডিভিশনাল ম্যানেজার বলেন করোনা ভাইরাস যতদিন থাকবে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে গরিবদের জন্য ত্রাণ দিয়ে যাবো। উল্লেখ্য, এর আগে ১০ই মে (রবিবার) ভোলার প্রত্যেক উপজেলায় নির্বাহী কর্মকর্তার নিকট দুইশত প্যাকেট হস্তান্তর করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।