ভোলার কাচিয়ায় নিম্ন ও মধ্য বিত্ত ২শত ৫০ জনের মাঝে নকিব চেয়ারম্যানের অর্থ বিতরণ
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় হতদরিদ্র নিম্ন ও মধ্য বিত্ত ২ শত ২০ জন পরিবারের মাঝে নগদ ১ হাজার টাকা, গুরা দুধ ও একটি করে লাক্স সাবান বিতরন করেন ভোলা জেলা আঃলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব।
এছাড়া ও ইউনিয়ন আঃলীগের সভাপতি ও সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ ইউনিয়নের সকল ইউপি সদস্যদের মাঝে ১০ হাজার টাকা বিতরন করা হয়।
সোমবার সকালে সকলকে পরিষদ মাঠে সামাজিক ভাবে শারিরিক দুরুত্ব বজায় রেখে পরিষদ মাঠে এই অর্থ বিতরন করা হয়।
২ শত ৫০ জন পরিবারের মাঝে এই নগদ অর্থ, গুরা দুধ, ও একটি করে লাক্স সাবান বিতরনের পূর্বে জহুরুল ইসলাম নকিব বলেন, সামনে ঈদ তাই আমার নেতার সাথে আলাপ করে জাতীর ক্লান্তিকালে হতদরিদ্র নিম্ন ও মধ্য বিত্তদের কথা চিন্তা করে তাদেরকে ঈদে পরিবারের সকলকে একত্রে নিয়ে একটু আনন্দ করার জন্য আমার নিজস্ব অর্থায়নে আমি সামান্য উপহার তুলে দিলাম।
তিনি বলেন, আমি আমার এলাকার প্রতিটি জনগনের খবরা খরব রাখছি এবং তাদেরকে প্রতি নিয়ত সাহায্য সহযোগিতা করে যাচ্ছি।