শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই এমন বৈশ্বিক দূর্যোগেও সাধারণ মানুষের কোন রকম সমস্যা হচ্ছে না-এমপি শাওন
ভোলার লালমোহন রমাগঞ্জ ইউনিয়ন কার্যালয়ে কর্মহীন ২৯৫ জেলের মাঝে (জেলা ভাতা) ৮০ কেজি করে চাল বিতরন করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি আলহাজ্ব নুরন্নবী চৌধুরী শাওন। ১০ মে রবিবার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন কালে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে এমপি শাওন বলেন মনে রাখতে হবে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই এমন বৈশ্বিক দূর্যোগেও সাধারণ মানুষের কোন প্রকার সমস্যায় পরতে হয় না। কোভিড-১৯ মোকাবেলায় প্রধানসন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের জনগণকে তার নিজের সন্তানের মতো আগলে রেখে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। বিশ্ব দূর্যোগ করোনা মোকাবেলায় শেখ হাসিনা আল্লাহর উপর ভরসা রেখে সকল রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা কবে এই দূর্যোগ থেকে পরিত্রাণ পাবো তা শুধু আল্লাহই জানেন।
এছাড়া রমাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে ৬শ, অটোরিকসা চালকদের মাঝে চাউল, ডাউল, তৈল, চিনি বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারল ইসলাম, রমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা মিয়া প্রমূখ।