সর্বশেষঃ

ভোলায় যাত্রীবহনের অপরাধে তিন মাঝি সহ ২ বোট আটক

কোভিট-১৯ করোনা প্রাদুর্ভাব এর কারনে নৌপথে যাত্রীবাহী যে কোন ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা থাকার পরেও লক্ষ্মীপুর জেলার মজুচৌধুরীর হাট সংলগ্ন বুড়ির ঘাঠ এলাকা থেকে ২৫জন যাত্রী নিয়ে ২টি ইঞ্জিন চালিত কাঠের বোট ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে । রবিবার (১০মে ) দুপুরে যাত্রী নিয়ে কাঠের বোট ইলিশা ঘাটে আসার উদ্দেশ্যে রওয়ানা করলে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র্রের ইনচার্জ শ্রী রতন চন্দ্র শীল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মেঘনা নদীর মধ্য থেকে রহিম(২২)মিরাজ(২৬) ও বেচু (১৭) সহ ৩জন মাঝিসহ ২টি কাঠের বোট আটক করে।এরা তিন জনই লক্ষিপুরের বুড়ির ঘাট এলাকার বাসিন্দা। যাত্রি প্রতি ১০০০টাকা হারে ভাড়া গ্রহন করে বলে জানান মাঝিরা।

এসময় যাত্রীদেরকে নিরাপদে নামিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ইউ,পি,চেয়ারম্যান্যান হাসনাইন আহাম্মেদ জিম্মা প্রেরন করা হয়। পরে আটককৃত মাঝিদেরকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম মিঞা এর উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন জনকে ১০০০০ হাজার টাকা করে মোট ৩০০০০ টাকা জরিমানা করা হয়। জব্দ কৃত বোট দুটি বর্তমানে ভ্রাম্যমান আদালতের হেফাজতে ফরিদ মেম্ভারের জিম্মায় রাখা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শামীম মিঞা। তিনি জানান সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ ট্রলারে যাত্রী আশা ও যাওয়া বন্ধে কঠোর অবস্থানে রয়েছে ভোলার প্রশাসন।চলমান মহামারি সংকট শিথিলতার পরে আটক কৃত টলার বিষয়ে আইনি ব্যাবস্থা গ্রহন করবেন জেলা প্রসাশন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page