ভোলায় আরো ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

ভোলায় নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ রবিবার রাত ৮টার দিকে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করে। এদের মধ্যে একজন দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি ল্যাব টেকনিশিয়ান কামরুজ্জামান মজনু (৪২) যিনি পরিবার নিয়ে ভোলা সদরে থাকেন, অপরজন লালমোহন উপজেলার ফরাসগঞ্জ ইউনিয়নের মহেশখালী গ্রামের ২২ বছরের নারী এবং অন্যজন চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের কুলসুমবাগ গ্রামের ২০ বছরের যুবক। এ নিয়ে ভোলায় ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। তবে ৫ জন  সুস্থ হয়েছেন।
সিভিল সার্জন রতন কুমার ঢালী আরো জানান, ভোলা থেকে এ পর্যন্ত ৫৫৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ৪৬৮ জনের। যার মধ্যে ৪৬০ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৮ জনের পজিটিভ আসে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page