সর্বশেষঃ

বঙ্গবন্ধুর স্বপ্নের কৃষি বাস্তবায়নে অন্যতম এক যোদ্ধা ইউপি চেয়ারম্যান আকবর হোসেন

কৃষক বাঁচলে বাঁচবে দেশ শেখ হাসিনা’র বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে ধনবাড়ী-মধুপুর-০১ আসনের বর্তমান কৃষি মন্রী ড.আব্দুর রাজ্জাক এমপি মহোদয় দেশে রত্ন শেখহাসিনার নির্দেশে কৃষকের ধান ঘরে তোলার লক্ষে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ড .আব্দুর রাজ্জাকের কথায়, ধোপাখালী ইউনিয়নের চেয়ারম্যান আকবর হোসেন দরিদ্র কৃষকদের ধান কেটে মাড়াই করার এক কর্ম সুচি গ্রহন করেন।

এরি ধারাবাহিকতায় শনিবার ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট সমত কূড় শাহজাহান নামের এক দরিদ্র কৃষকের ৩ বিগা ধান কেটে বাড়াই করে দেন।
চেয়ারম্যান আকবর হোসেন এর নির্দেশনায় ধনবাড়ী উপজেলা ছাএলীনেতা শহীদুল্লাহ্ কায়সার শুভর
নেতৃত্বে একের অধিক টিম ধনবাড়ী উপজেলার হত দরিদ্র কৃষক এবং কৃশানীর ১০০ বিগা ধান কাটা ও মাড়াই করা শুরু করে দিয়েছে,

এসময় চেয়ারম্যান আকবর হোসেন বলেন, করোনা’র বৈশ্বিক মহামারীতে কৃষক তাদের বোরো সোনালী ফসল ঘরে তুলতে বিপাকে পড়েছে। কাজের লোকের অভাবে মূলত এ সমস্যা দেখা দিয়েছে। নিম্মআয়ের হতদরিদ্র কৃষক লোকের অভাবে তার ধান কাটতে পাচ্ছে নাহ্ এমনবস্থায় আমি সহ ধনবাড়ী উপজেলা শাখা ছাত্রলীগের সদস্যদের নিয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি।করোনার কারনেই আমাদের এই প্রয়াস এটা একটা চলমান প্রক্রিয়া।যতদিন কৃষক তার সোনালী ফসল ঘরে তুলতে সক্ষম হবেনাহ্ ততদিন আমাদের টিম জনকল্যানে কাজ করে যাবে।

ছাএলীগনেতা শহীদুল্লাহ্ কায়সার শুভ জানান, বর্তমান করোনা’র এই বৈশ্বিক মহামারীর কারনে শ্রমিক সংকট প্রকোপ আকার ধারন করেছে।অনেক হত দরিদ্র কৃষক শ্রমিকের অভাবে পাকা ধান কাটতে পারতেছিলোনা।আমাদের নেতার নির্দেস মোতাবেক কৃষকদের এই দূর্যোগের মূহুর্তে খবর পাওয়া মাত্রই পাশে দাঁড়িয়ে তাদের ধান কাটায় উদ্বুদ্ধ হই।আমরা যে কোন দূর্যোগের মূহুর্তে মেহনতি মানুষের পাশে সব সময় দাঁড়াতে চাই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।