ভোলায় অসহায়দের মাঝে বিয়ে বাজারের উদ্যোগে ইফতার সামগ্রী ও সবজি বিতরণ
করেনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া রিক্সাচালক ও হতদরিদ্র পরিবারে মাঝে ইফতার সামগ্রী এবং সবজি বিতরন করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে সদর রোড এলাকায় ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘বিয়ে বাজার’ এ সহায়তা প্রদান করে।
জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন ও বিয়ে বাজার প্রতিষ্ঠাতা প্রভাষক মনিরুল ইসলাম অসহায়দের মাঝে এসব সামগ্রী তুলে দিয়েছেন।
সামাজিক দুরত্ব নিশ্চিত করে শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী হিসেবে খেজুর, ইসবগুল, গুর এবং সবজি হিসেবে বাধাকপি, কাচামরিচ, বেগুন, শসা, লেবু, কুমড়াসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেয়া হয়।
এ সময় রেডক্রিসেন্ট, স্কাউটস, বিডিক্লিন, চিলেকোঠা, ইয়ুথ নেটওয়ার্কসহ বিভিন্ন সেচ্চাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে চরসামাইয়া এলাকায় কিছু দরিদ্র পরিবারকে এ সহায়তা তুলে দেয়া হয়।
করোনা ভাইরাস সংক্রামনরোধে বিয়ে বাজারের পক্ষ থেকে সদর রোডে হাতধোয়া কর্মসূচী ছাড়াও উপকূলের দরিদ্র মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, রিক্সাচালকদের মাস্ক এবং কর্মহীন মানুষকে খাদ্যসহায়তা ও শিশুদেরকে শিশুখাদ্য উপহার দেয়া হয়। এ কমূর্সচী অব্যাহত রয়েছে।