সর্বশেষঃ

ভোলার ইলিশায় করোনাভাইরাস বিষয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত

সামাজিক দূরুত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত

 

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নবাসী কে করোনা মুক্ত রাখতে করোনা সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ইলিশা ইউনিয়নের ১-৯ ওয়ার্ডের শিক্ষক, রাজনীতিক নেতা, মসজিদের ইমাম, মেম্বার, সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়ার উদ্যােগে পরিষদ চত্ত্বরে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই সচেতনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরোয়ার্দী মাষ্টার, ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল, সহ সভাপতি হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাবুল, স্বাস্থ্য পরির্দশক সিরাজুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কামরুল মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সচেতনতা সভায় প্রধান অতিথি চেয়ারম্যান হাছান মিয়া বলেন, ইলিশার সর্বসাধারণ কে করোনা নামক মহামারি থেকে রক্ষা করতে সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্যই আজকের এই সভা।
তিনি বলেন, আমরা ইলিশা ইউনিয়নের মানুষ কে করোনা মুক্ত রাখতে করণীয় বিষয়ে একটি কমিটি করেছি এবং ওয়ার্ড পর্যায়ে ও ইমাম, রাজনীতিক নেতা, শিক্ষক, সেচ্ছাসেবী সংগঠন, স্বাস্থ্য কর্মী, মেম্বারসহ সকলের প্রতিনিধি নিয়েই কমিটি করা হয়েছে।
আর সেই কমিটির আলোকেই আজকের এই সভা।
সচেতনতা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহ সভাপতি মোস্তফা মিয়া।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।