বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
ভোলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শিক্ষা প্রতিষ্ঠান ভেঙ্গে তছনছ
ভোলার সদর উপজেলার দক্ষিন দিঘলদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন বালিয়া শরীফ কান্দি মৃধা বা্ড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান কালবৈশাখী ঝড়ের আঘাতে ভেঙ্গে তছনচ হয়ে গেছে। বুধবার (৬মে) সকালে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ওই বিদ্যালয়ের একটি অফিস কক্ষ ও দুটি টয়লেট একটি শ্রেনীকক্ষ ও ১০টি বেঞ্চ ভেঙ্গে চুরমার হয়ে যায়।
সরে জমিনে গিয়ে দেখা যায়, বুধবার কালবৈশাখী ঝড়ের আঘাতে দক্ষিন বালিয়া শরীফ কান্দি মৃধা বা্ড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের চালের উপর একটি রেন্ডি গাছ পরে বিদ্যালয়ের একটি শ্রেণী ও একটি অফিস কক্ষসহ দরজা জালানা বিধ্বস্ত হয়। এবং চাম্বুল গাছ ও সুপারী গাছ পরে দুটি টয়লেট সম্পূর্ণ ভেঙ্গে যায়। ২০১০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়ে জাতীয় করন না হওয়ায় সরকারের দুষ্টিগোছর না আসায় বিদ্যালয়টি অর্দ পর্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এমতঅবস্থান বিদ্যিালয়টি জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে কোমলমতী শিক্ষার্থীদের পাঠদানে বেঘাত ঘটবে। তারা এমন অবস্থায় সরাকারি ভাবে সহযোগিতা না পেলে ২২৬জন শিক্ষার্থী পাঠদোন থেকে বঞ্চিত হবে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, বিদ্যালয়টি জাতীয় করন না হওয়ায় আমরা ইতিমধ্যে ১০ বছর যাবত বেতন ছাড়া শিক্ষার্থীদের পাঠদান দিয়ে আসছি। এমন কি আমরা করোনা ভাইরাসের সংকটময় মুহূর্তেও সরকারি ভাবে কোন সংযোগিতা পায়নি। বর্তমানে আমরা শিক্ষকরা এই করোনা ভাইরাসে মধ্যে পিতা মাতা –স্ত্রী ছেলে সন্তান নিয়ে অসহায় জীবনযাপন কাটাচ্ছি