সর্বশেষঃ

দৌলতখানের উত্তর জয়নগরে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন এমপি মুকুল

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিশেষ নির্দেশনায় সকল কর্মক্ষেত্র বন্ধ হয়ে যাবার কারণে কর্মহীন হয়ে পড়ে সকল শ্রেনী পেশার মানুষ । কর্মহীন মানুষদের জন্য ভোলা জেলার দৌলতখান উপজেলার ৪নং উওর জয়নগর ইউনিয়নের ৫০০ জন হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে আজ সকাল ১০ টায় ভোলা ২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুলের নিজ তহবিল থেকে চাল,ডাল,আলু তেল, লবন, ছোলা, চিড়া ও সাবান সামগ্রী বিতরন করা হয়েছে।

এ সময় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, আমাদের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রান সামগ্রী বিতরন কার্যক্রম পরিচালনা করছি। যতদিন এ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থাকবে ততোদিন আমাদের এ ত্রান বিতরন অব্যাহত থাকবে। করোনা ভাইরাস এর শুরু থেকে আমার ছেলে সন্তান পরিবার থেলে দূরে এসে আমি আমার নির্বাচনীয় এলাকায় আপনাদের পাশে সেবা দিয়ে যাচ্ছি। যতদিন এ করোনার প্রাদুর্ভাব থাকবে ততোদিন এলাকায় থেকে জনগনের সেবা করে যাবো।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, ৪নং উওর জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান ইয়াসিন লিটন। উপজেলা আওয়ামিলীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হারুন সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page