থানায় জিডি
ভোলার সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের ফেসবুক আইডি হ্যাক
সচেতন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম। ছবি ভোলার বাণী
ভোলা জেলা আওয়ামীলীগ নেতা ও সচেতন নাগরিক কমিটির সাধারন সম্পাদক সফিকুল ইসলামের MD Sofikul Islam নামের ফেসবুক অাইডি হ্যাক হয়েছে
তার অাইডি থেকে কেউ কোন ধরনের মেসেজ কিংবা কর্মকাণ্ডে বিভ্রান্ত হবে না।
ভোলা সদর থানায় জিডি করা হয়েছে।
যার নং ৩০৬
ফেসবুক আইডি হ্যাকের বিষয়টি ভোলার বানী কে নিশ্চিত করেছেন সফিকুল ইসলাম।