মানবতার সেবায় সর্বদা নিয়োজিত ভোলা মানব কল্যাণ যুব সংঘ
রক্তের প্রয়োজন হয়েছে কারও এমন তথ্য পাওয়ার পর থেকে ভোলার সামাজিক সংগঠন “ভোলা মানব কল্যাণ যুব সংঘ” এর কর্মীদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা লেগে যায়।
রোগীর স্বজনদের কাছে কে কার আগে রক্ত পৌঁছে দেবেন শুরু হয় তার তোড়জোড়। দুস্থ মানুষের সেবায় এই সংগঠনের কর্মীরা নিজেদের আত্নমাবতার সেবায় সর্বদা নিয়োজিত রাখছে।
রক্তের প্রয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তদাতা এবং রক্তের খোঁজে পোস্ট দেন দুই সংগঠনের কর্মীরা। আর রক্তদাতার খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত সংগ্রহ করা হয়। এরপর হাসপাতালে গিয়ে তাঁরা রোগীর রক্ত দেওয়া পর্যন্ত দেন কর্মীরা।
শুধু রক্ত বা রক্তদাতার খোঁজই নয়, সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক মানববন্ধন, ঈদ সমগ্রী বিতরণ, বাল্য বিবাহ প্রতিরোধ ও মাদক বিরোধী নানা ধরনের কর্মকান্ড এবং বিভিন্ন সেবা ও প্রচারণামূলক কাজ করছে। সংগঠনের বেশিভাগ ভাগ সদস্য শিক্ষার্থী ও পেশাজীবী।
ভোলা মানব কল্যাণ যুব সংঘ’র সঙ্গে জড়িতরা জানান, জরুরি প্রয়োজনে রোগীদের জীবন বাঁচাতে রক্ত জোগাড় করে দেওয়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মনমানসিকতা নিয়ে কিছু তরুণ ২০১৯ সালের ১ লা জুন “ভোলা মানব কল্যাণ যুব সংঘ প্রতিষ্ঠা করেন। এ পর্যন্ত প্রায় সাড়ে ৫০০ বিভিন্ন রোগীকে রক্ত জোগাড় করে দিয়েছে সংগঠনটি।এছাড়া কারোনা ভাইরাস কালী সময় শতাধিক পরিবারে মাঝে ত্রান বিতরন,রিফাত হত্যার প্রতিবাদে মানববন্ধন, বৃক্ষরোপণ কর্মসূচি মাধ্যমে কয়েকটি বিদ্যালয়ে বিতরণ ও বিভিন্ন চরাঞ্চাল, বেড়িবাঁধে বৃক্ষরোপণ, ঈদে দুস্থ মাঝে “ঈদ সামগ্রী” বিতরণ ও প্রতিবছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।
ভোলা মানব কল্যাণ যুব সংঘের আহ্বায়ক হেলাল উদ্দিন মাস্টার বলেন, ঠিক এক বছর আগে ২০১৯ সালের ১লা মে ভোলা মানব কল্যাণ যুব সংঘ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। এটিও তারুণ্যনির্ভর স্বেচ্ছাসেবী সংগঠন। জরুরি রক্তের প্রয়োজনে তাঁরা রোগীদের পাশে দাঁড়ান।সংগঠনের তরুণদের অনলাইনে বা মুঠোফোনে বার্তা পেয়ে প্রতিদিন দুই–তিনজন আর সপ্তাহে ১৫ জনের মতো রক্তদাতা রক্ত দেন।এছাড়া ভোলার বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে ইতিমধ্যে সংগঠনটি বেশ খ্যাতি অর্জন করেছে।
ভোলা মানব কল্যাণ যুব সংঘের যুগ্ম আহ্বায়ক মোঃ আরিয়ান আরিফ বলেন, একজন রোগীও যেন রক্তের অভাবে মারা না যায়। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা। এছাড়া সামাজের অসহায় মানুষে দাঁড়ানোর আমাদের মূল লক্ষ। মানবতার জন্য কাজ করছে সংগঠনটি। ভবিষ্যতে আরও বড় কর্মসূচি পালন করা হবে।আমাদের জন্য দোয়া করবেন।
ভোলা মানব কল্যাণ যুব সংঘরে যুগ্ম আহ্বায়ক-২ রাকিবুলহাসান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করছি সমাজের বিভিন্ন পেশার মানুষ ও নিম্ন আয়ের মানুষ, পথশিশুদের পাশে দাঁড়ানোর। স্বেচ্ছায় রক্তদান, মাদক বিরোধী সচেতনতা, মাদক বিরোধী সচেতনতা এবং বাল্যবিবাহরোধসহ বিভিন্নভাবে বিগত একবছর যাবৎ নিরলসভাবে সেচ্ছাসেবা দিয়ে আসছে।