রমজানে অসহায় শ্রমজীবী পরিবারের পাশে এমপি মুকুল
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকট প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় ও শ্রমজীবী পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ।
বুধবার (৬ মে) দৌলতখান উপজেলার মেদুয়া,চরপাতা, ও দৌলতখান পৌরসভায় ১৫শ’ অসহায় শ্রমজীবী পরিবারের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে,চাল,ডাল,পেয়াজ, সয়াবিন তেল,চিনি, মশারী ,ছোলা
এ সময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, হাজীপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু প্রমুখ।