ভোলা -২ আসনের ৮শ কর্মহীন মানুষের মাঝে প্রথম ধাপে ডক্টর শান্ত’র পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাস মহামারি প্রভাবে ঘরে থাকা কর্মহীন মানুষের মাঝে ডক্টর আশিকুর রহমান শান্ত এর উদ্যােগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ই মে) সকালে ভোলা শহরের উকিল পাড়ায় শান্ত নীড় বাসভবনে প্রায় ৮শ বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এই সময় ডক্টর আশিকুর রহমান শান্ত’র পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন এডভোকেট গিয়াসউদ্দিন, হাবিবুউল্লাহ্ হাবু, মিজানুর রহমান খানঁ, আমজাদ তালুকদার, জশিম উদ্দিনপ্রমুখ।
মিজানুর রহমান খানঁ বলেন, আওয়ামীলীগ নেতা ডক্টর আশিকুর রহমান শান্ত ভাইয়ের নিজস্ব উদ্যােগে মোট ৫ হাজার কর্মহীন দৌলতখান বোরহানউদ্দিনের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
তার অংশ হিসেবে আজ প্রথম ধাপে ৮শ লোকের মাঝে বিতরণ করা হয়েছে।
আমাদের এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।