ভোলার দক্ষিণ দিঘলদীতে কাল বৈশাখী ঝড়ে ২০ ঘর লণ্ডভণ্ড
ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ২নং ওয়ার্ডে কাল বৈশাখী ঝড়ে ২০ ঘর লণ্ডভণ্ড হয়েছে।
বুধবার সকাল ৭.৩০ মিনিটে হঠাৎ কাল বৈশাখী ঝড় শুরু হয় এই ঝড়ে দক্ষিণ দিঘলদী ২নং ওয়ার্ডের ২০টি ঘর লণ্ডভণ্ড হয়ে যায়।
ক্ষতিগ্রস্তরা মিলন মাতাবর,জুয়েল,জশিম, টিটু মোল্লা,আলাউদ্দিন,আ:হক,ছালাম মাতাব্বর সহ আরো অনেকে জানান, হঠাৎ সকালবেলা ঝড় শুরু হয় আর সেই ঝড়ে মুহুর্ত্বের মধ্যে আমাদের ঘর গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়।
দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন বলেন, আমরা ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের তালিকা করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠিয়েছি। এবং দক্ষিণ দিঘলদী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন ক্ষতিগ্রস্ত সবার মাঝে নিজ অর্থায়নে নগদ কিছু টাকা বিতরন করেন।