সর্বশেষঃ

ইউপি সদস্যদের বিরুদ্ধে চাল চুরির অভিযোগ চেয়ারম্যান”র

নিবন্ধনকৃত জেলেদের নামে চাল বিতরনে ইউপি সদস্যদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন চেয়ারম্যান। মৃত, জেলে তালিকা ভুক্ত নয়, ছাত্র, অন্য পেশা জীবির নামে তালিকা করে ইউপি সদস্যরা সুবিধা আদায়ের চেষ্টা করলে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ৯ নং চর মানিকা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্জ সফিউল্লাহ হাওলাদার বাধাঁ প্রদান করেন বলে দাবী করেন।
সরজমিনে গেলে চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ১৬৮৬ জন জেলের নামে চাল সহ বিভিন্ন প্রকার সুবিধা দিয়ে আসছে সরকার । করোনার ক্রান্তিকালে এ চাল বিতরন করতে গিয়ে দেখা যায়, প্রকৃত জেলেদের নাম আড়াল করে ৩ জন ইউপি সদস্য মৃত, জেলে তালিকায় নাম নাই, ছাত্র, কৃষক, আত্নীয় সহ পাড়া প্রতিবেশীদের নাম বসিয়ে চাল কখনো পুরোটা, আবার কখনো ৫০ % ভাগে ছাড় করানো হয়। তিনি আরও জানান, ৮ নং ওয়াডে শাহে আলম পিতা দাইমুদ্দিন ১৪/১১/২০১৪ সালে মৃত্যু বরন করলেও তার নামে অন্য লোক দিয়ে জেলেনামের সুবিধা গ্রহন করে আসছে ইউপি সদস্য। তার ইউনিয়নে অনেক ভুয়া কাড আছে যা তদন্ত করলে বেরিয়ে আসবে সদস্যদের চাল চুরির থলের বিড়াল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।