মৃত্যু অবশ্যম্ভাবী, যাকে কখনোই জয় করা যাবে না।
মরহুম মোশারেফ হোসেন শাহাজান।
মৃত্যু অবশ্যম্ভাবী, যাকে কখনোই জয় করা যাবে না।
তরিকুল ইসলাম কায়েদ।
নিশ্চিত মৃত্যুর পৃথিবীতে তবুও কিছু কিছু মৃত্যু বড় বেশি ছাপ ফেলে যায়। কাছের দূরের বন্ধুদের হৃদয়ে দাগ রেখে যায়। আজ ৫ মে। ২০১২ সালের এই দিনে ভোলার মানুষ হারিয়েছে তাদের পরম বন্ধু ও অভিভাবক কে।
আপনার চলে যাওয়ায় ভোলার রাজনীতির একটি দুর্দান্ত অধ্যায়ের শেষ হয়। ভোলার মানুষ হারায় এক অসাধারণ নেতাকে যিনি মানুষের সেবা এবং দরিদ্রদের জীবনযাত্রার উন্নতির জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন।
তার এই চলে যাওয়া অকাল মৃত্যু না হলেও রাজনীতি ও সাহিত্য জগতে বিশাল শূন্যতা তৈরি করে।
তার মতো সৃজনশীল মানুষের চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। মোশারেফ হোসেন শাজাহান ছিলেন আমার মত লাখো মানুষের অনুপ্রেরণার উৎস। তিনি সব পক্ষের কাছ থেকে সম্মান পেয়েছেন। তিনি কখনো ক্ষমতা চাননি জনতা চেয়েছেন। তাই আজো তিনি সেই জনতার মমতা পাচ্ছেন।
প্রিয় নেতা আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আমার মতো হাজারো ভক্ত এখনও আছে৷ আমি গর্ব করে বলি আমি আপনার কায়েদ। আর আমার মত হাজারো শাজাহান ভক্তের মাঝেই আপনি বেঁচে থাকবেন অনন্তকাল৷ আর আমরাও আপনাকে খুঁজে বেড়াব আপনার রেখে যাওয়া সৃষ্টিগুলোতে৷
আজকের এই দিনে পবিত্র রমজান মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আপনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
লেখক
সাবেক ভোলা জেলা যুবদলের আহ্বায়ক