মনপুরায় ২৬০ প্রান্তিক কৃষককে দেওয়া হলো কৃষি প্রণোদনা
ভেলার মনপুরায় আউশ মৌসুমকে সামনে রেখে ২৬০ প্রান্তিক কৃষককে দেওয়া হয়েছে কৃষি প্রণোদনা। কৃষি প্রণোদনার মধ্যে প্রত্যেক প্রান্তিক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ ও ২০ কেজি সার দেওয়া হয়। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা দেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।
এই সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবদুল হক, ইউপি সদস্য আবুল হাসেম সিরাজ কাজি, ইউপি সদস্য মোঃ সোহেল ও ইউপি সদস্য মোঃ কবির।