ভোলা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে ত্রাণ বিতরণ
মরণঘাতী নভেল করোনা ভাইরাস লণ্ডভণ্ড করে দিয়েছে পুরো বিশ্বকে। বাংলাদেশ ও করোনার থাবা থেকে মুক্তি পাচ্ছেনা মানুষ। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে, ওমোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮২ জনে।
এমনতো অবস্থায় ভোলায় কর্মহীন হয়ে পড়া খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছেন ভোলাজেলা ক্রীড়া সংস্থা। সোমবার সকালে ভোলা জেলা গজনবী স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় প্রায় সাড়ে তিনশ বর্তমান ও সাবেক খোলায়াড় দের মাঝে করোনা সংক্রমণ প্রতিরোধ উপলক্ষে উপলক্ষ্যে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শায়লা সোহানি, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নজরুল ইসলাম গোলদার,সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন,মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক লিপিয়া খানম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ। এসময় ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, করোনার প্রভাবে সারাদেশের মত ভোলায়ও ফুটবল, ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। খেলোয়ারদের এখন ঘরে বসে থাকতে হচ্ছে। তাদের অলস সময় কাটছে। আয় রোজগারও বন্ধ। এছাড়া সাবেক খেলোয়াড়দের অবস্থাও একই রকম। তারা মানবেতর জীবন যাপন করছেন। তাই ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ২য় ধাপে এই খাদ্য সহায়তা কিছুটা হলেও খেলোয়াড়দের পরিবার এর জন্য উপকৃত হবে বলে জানান। এছাড়া পর্যায়ক্রমে ভোলা জেলার সকল উপজেলা ক্রীড়া সংস্থার মাধ্যমেও একই সহায়তা দেয়া হবে বলে জানানো হয়েছে।