সর্বশেষঃ

বাপ্তার অসহায় পরিবারের মাঝে তোফায়েল আহমেদের ত্রাণ বিতরণ করছেন বিপ্লব মোল্লা

বাপ্তার অসহায় পরিবারের মাঝে তোফায়েল আহমেদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা । ছবিঃ ভোলার বাণী।

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বানিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদের ব্যক্তিগত তহবিল থেকে তৃতীয় দফায় দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ঠা মে) সকালে বাপ্তা ইউনিয়ন পরিষদে করোনার কারণে কর্মহীন হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে তোফায়েল আহমেদের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা।

এসময় বিপ্লব মোল্লা বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা অসহায় হতদরিদ্র পরিবারের জন্য মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে আজ আমরা ৪৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ইতোমধ্যে তিনি আমাদের ইউনিয়নের হতদরিদ্র ৪০০ পরিবারের জন্য  খাদ্য সামগ্রী দিয়েছেন যা আমারা পৌঁছে দিয়েছি।

তিনি বলেন, আমারা যাচাই বাছাই করে এমন লোকগুলোর মাঝেই নেতার দেওয়া এসব খাদ্য সামগ্রী বিতরণ করছি যারা প্রকৃত পক্ষে পাওয়ার যোগ্য।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তরফ থেকে আমাদের ইউনিয়নের হতদরিদ্র ১০০০ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সামগ্রী পেয়েছি যা ইতোমধ্যে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে বিতরণ করে দিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, বাপ্তা ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কামাল হোসেন, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনির হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন মাল প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।