শেখ হাসিনার পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করলেন-এমপি শাওন
ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
৩ মে ২০২০ দুপুরে প্রায় ২ হাজার পরিবারের মাঝে এমপি শাওনের ব্যক্তিগত তহবিল থেকে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়।
ইফতার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব, পরিকল্পনা কমিশন (আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ) জনাব মো: আবুল কালাম আজাদ, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম বাদল, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহেদুল ইসলাম নবীন প্রমূখ।
ইফতার বিতরন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় এমপি শিাওন বলেন শেখ হাসিনার উপযোগী পদক্ষেপের কারণে করোনা প্রাদুর্ভাব বাংলাদেশে এখনো নিয়ন্ত্রণে আছে। সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, এক স্থানে সবাই জড়ো হবেন না। মহামারি করোনা ভাইরাসের কারণে খেঁটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় সরকারের ত্রাণ মন্ত্রাণালয় হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার স্বরুপ দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না।