লালমোহনে করোনা ভাইরাস নমুনা কালেকশন বুথ এর শুভ উদ্বোধন করেন-এমপি শাওন
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জনগনের দোরগোড়ায় সকল সুযোগ সুবিধা পৌঁছে দিতে অতুলনীয় অবদান রাখছেন। বৈশ্বিক দূর্যোগ করোনা ভাইরাসের পরীক্ষা করাতে আর দূরে যেতে হবে না।
৩রা মে ২০২০ রবিবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে করোনা ভাইরাস নমুনা কালেকশন বুথ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সচিব, পরিকল্পনা কমিশন (আর্থ সামাজিক অবকাঠামো বিভাগ) জনাব মো: আবুল কালাম আজাদ, লালমোহন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।