ভোলার ধনিয়ায় রমজান উপলক্ষে তোফায়েল আহমেদ এর খাদ্য সামগ্রী বিতরণ
ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এম. পি. মহোদয়ের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে রবিবার (৩রা মে) সকালে ধনিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পরা অসহায় হতদরিদ্র ৪৫০ পরিবারের মাঝে তৃতীয় দফায় তোফায়েল আহমেদ এর পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, ধনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের ধনিয়া ইউনিয়ন সভাপতি হারুন অর রশিদ হাওলাদার, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ ফারুকসহ প্রত্যেক ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।