ড্রাইভার কবির আটক

ভোলার ইলিশাঘাটে মালবাহী গাড়ীর চাপায় শিশু নিহত, আহত -২ 

ড্রাইভার কবির আটক ও মালবাহী গাড়ী

ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে ট্রাক চাপায় হাছান (১২) নামের এক শিশু নিহত হয়েছেন।
এই সময় নিহতের নানা মালেক সিকদার (৬০) ও শিশুটির মা আহত হয়েছেন।
নিহত হাছান দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের কামাল হোসেন হোসেন এর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল সাড়ে ৪ টায় লক্ষ্মীপুরের যাওয়ার উদ্দেশ্য ফেরিতে উঠার জন্য চট্র -মেট্রো -১১-২৩৪৯ ট্রাক উঠতে গিয়ে পাশে থাকা শিশু হাছান কে চাপা দেয় এতে ঘটনাস্থলেই হাছান নিহত হয়।
এই সময় হাছানের নানা ও মা গুরুত্বর হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ফেরিঘাটের দালালের কারনে প্রতিদিনই এমন দূর্ঘটনা ঘটে, দালালরা বেশি টাকার জন্য আগের গাড়ী পরে আর পরের গাড়ী আগে ফেরিতে উঠাতে গিয়েই এমন প্রতিযোগীতা হয়।
আর ড্রাইভারদের প্রতিযোগীতায় প্রতিদিনই ঘটে এমন দূর্ঘটনা।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল বলেন, আমরা ট্রাক ড্রাইভার কবির হোসেন কে আটক করেছি, আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page