সর্বশেষঃ

যে ১৯ জেলায় আজ আঘাত হানতে পারে কাল বৈশাখী

 

শুরু হয়েছে কালবৈশাখীর মৌসুম। আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে আজ শনিবার (২ মে) বিকেলে দেশের ১৯টি জেলায় আঘাত করতে পারে কালবৈশাখী। এসময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। জেলাগুলোর নদীবন্দরে এক নম্বর সর্তকতা সংকেত জারি করা হয়েছে। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সূত্র- বাংলাদেশ প্রতিদিন

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।