ত্রাণ বিতরণে কোনো রকম অন্যায় সহ্য করা হবে না: এমপি মুকুল
এমপি মুকুলের উপস্থিতিতে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে জেলে পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ। ছবি: ভোলার বাণী।
ভোলা-২ আসনের সংসদ আলী আজম মুকুল এমপি বলেছেন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণের ক্ষেত্রে কোনো রকম অনিয়ম বা অন্যায় করলে সহ্য করা হবে না। ত্রাণ বিতরণে অনিয়মের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন তার প্রতিনিধি হিসেবে আমরাও এমন অন্যায়কারী যেই হোক কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না।
শনিবার (২রা মে) সকালে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ৯৫০ জেলের মাঝে ৪০ কেজি করে মৎস ভিজিএফ এর চাল বিতরনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন করোনার এই মহামারিতে সকলে সচেতন থাকবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন। আমাদের সরকার ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিচ্ছে। আমি দৌলতখান ও বোরহানউদ্দিনে হটলাইন সার্ভিস চালু করেছি তাতে রাতের আঁধারে আপনাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আপনারা প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।
এসয় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, সিনিয়র মৎস কর্মকর্তা মাহফুজ হাছনাইন, দায়ীত্ব প্রাপ্ত তদারকি কর্মকতার পক্ষে(টেগ অফিসার) একাডেমিক সুপারভাইজার রিনা খান ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যন হেলালউদ্দিনসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।