নিহত বাছেদ এর লাশের সামনে স্বজনের আহাজারি
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীতে গত বুধবার সন্ধ্যায় জালপাতা কেন্দ্র করে দু’গ্রুপের হামলার ঘটনা ঘটে।
হামলায় বাছেদ (২০) নামের এক জেলে নিখোঁজ হওয়ার তিনদিন পর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় ইলিশা রাজাপুরের মধ্যবর্তী মেঘনা নদীতে জালপাতা কেন্দ্র করে রাজাপুর ৬নং ওয়ার্ডের মনির মাঝি ও ইলিশা ১নং ওয়ার্ডের হারুন মাঝির নৌকার জালপাতা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।
এতে মনির মাঝির নৌকার জেলে বাছেদ নিখোঁজ হয়।
আর নিখোঁজ এর তিনদিন পর আজ পুলিশ বাছেদ এর লাশ উদ্ধার করেছেন।
এদিকে নিহত জেলে বাছেদ এর বাড়ীতে স্বজনদের আহাজারি চলছে।
বাছেদ রাজাপুর ৬নং ওয়ার্ডের বাবুল রাঢ়ীর ছেলে।
নিহত বাছেদ এর ঘটনায় জড়িতদের রক্ষা করতে চেষ্টা চালাচ্ছেন ইলিশা ঘাটের একদল মাছ ব্যবসায়ীরা বলে অভিযোগ করেন বাছেদ এর স্বজনরা।
এই বিষয়ে ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন এই ঘটনায় মামলা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত দুইজন কে আটক করা হয়েছে।