প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার স্বরূপ দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচ্ছে- এমপি শাওন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চললে আমরা সুস্থ থাকতে পারবো। শেখ হাসিনার উপযোগী পদক্ষেপের কারণে করোনা প্রাদুর্ভাব বাংলাদেশে এখনো নিয়ন্ত্রণে আছে। সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, এক স্থানে সবাই জড়ো হবেন না। খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। খাদ্যের প্রয়োজন হলে আপনাদের ঘরে ঘরে গিয়ে খাদ্য পৌছে দেওয়া হবে। নিজে সুরক্ষিত থাকার পাশাপাশি অপরকে সুরক্ষিত রাখুন। এ ভাইরাস যাতে না ছড়ায় সেজন্য সবাই সতর্ক থাকুন। রমজানে যাতে খাদ্য সরবরাহ স্বাভাবিক থাকে সে দিকেও নজর দেওয়া হচ্ছে। মহামারি করোনা ভাইরাসের কারণে খেঁটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় সরকারের ত্রাণ মন্ত্রাণালয় হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার স্বরুপ দফায় দফায় ত্রাণ বিতরণ করা হচ্ছে।
শুক্রবার পহেলা মে পশ্চিম চর উমেদ ইউনিয়নের আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণ ও রামগঞ্জ ইউনিয়নে মাওলানা আঃ বারী হুজুরের মাদ্রাসা প্রাঙ্গণ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্রায় দুই সহস্রাধিক রোজাদার, ঈমাম, মুয়াজ্জিন ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং উন্নত মানের সবজি বীজ ও সার বিতরণকালে এমপি শাওন এসব কথা বলেন।
আরো বলেন, করোনা ভাইরাস দূর করতে জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনারা প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে ভীড় জমানো বন্ধ করুন, ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন। আমি নিজে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবার ঘরে ঘরে সহায়তা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশ মানলে আঁধার কেটে যাবে। করোনা ভাইরাস মোকাবেলায় শেখ হাসিনার নির্দেশনা মেনে চললে আমরা সুস্থ থাকতে পারবো।