সর্বশেষঃ

মনপুরায় টানা বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষতি ॥ শতাধিক কৃষকের মাথায় হাত

ভোলার মনপুরা উপকূলে গত ৫ দিনের টানা বৃষ্টিতে শত শত হেক্টর জমির রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও বৃষ্টির পানিতে ডুবে রয়েছে ৫ শত হেক্টর জমির রবি শস্য। ওই সমস্ত জমির বৃষ্টির পানি সরাতে না পারলে ক্ষতির পরিমান বাড়বে বলে জানান একাধিক চাষী।
সরেজমিনে রবি শস্যের ফসলের মাঠে গিয়ে দেখা যায়, বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টির মধ্যে রবিশস্যের মাঠে কৃষক-কৃষাণিসহ পরিবারের সদস্যরা ডাল তুলতে দেখা গেছে। অনেকের ক্ষেতের ফসল বৃষ্টির কোপে মাটির সাথে মিশে রয়েছে। তবে ৫ শত হেক্টরের বেশি রবি শস্যের মাঠে বৃষ্টির পানি জমে রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার ৯ হাজার হেক্টর জমিতে রবি শস্যের চাষ হয়। এতে ডাল ৭ হাজার হেক্টর ও মরিচ সহ অন্যান্য ফসল ২০ হেক্টর জমিতে চাষাবাদ হয়। এর মধ্যে ২০ হেক্টর জমির ফসলের সম্পূর্ন ক্ষতি হয়। এছাড়াও ৪৫০ হেক্টর জমির রবি শস্যের ক্ষেত বৃষ্টির পানিতে ডুবে রয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়।

উপজেলার চারটি ইউনিয়নের অর্ধশতাধিক কৃষকের সাথে আলাপ করে জানা যায়, ৫ দিনের টানা বৃষ্টিতে তাদের ডাল ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে। এছাড়াও ফসল তুলতে শ্রমিক না পাওয়ায় ক্ষতি হয়েছে। এক একর জমিতে রবি শস্যের ফসল ফলাতে ৪-৫ হাজার টাকা লাগে। সরকার ও কৃষি অফিস সহযোগিতা না করলে মাঠে মারা যাবে বলে জানান কৃষকরা।

এই ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী জানান, টানা বৃষ্টিতে রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। ৪৫০ হেক্টর জমিতে বৃষ্টির পানি জমে রয়েছে। ক্ষতির পরিমান নির্ধারণের কাজ চলছে। তবে এখন (বুধবার) পর্যন্ত ২০ হেক্টর জমির রবি শস্যের ক্ষতি হয়েছে। সরকারি সহযোগিতা আসলে প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকদের মধ্যে দেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page