মনপুরায় করোনা আক্রান্ত যুবকের বাড়ি সহ ৪১ ঘরে প্রধানমন্ত্রীর উপহার

ভোলার মনপুরায় ঝড়-বৃষ্টি উপেক্ষা করে করোনা আক্রান্ত যুবকের বাড়ি সহ লকডাউনকৃত ৪১ ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার ও খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহার ও খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, ১কেজি মশারী ডাল, ৩ কেজি আলু, সয়াবিন, ১ কেজি তেল।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল মঙ্গলবার ঢাকা ফেরত ৩ যুবকের নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে ২৩ এপ্রিল রাতে মনপুরায় একজনের করোনা টেস্টের ফলাফল পজিটিভ হওয়ায় তাৎক্ষনিক উপজেলা প্রশাসন উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ডের ৯ টি বাড়ি লকডাউন করে দেয়। এতে ওই এলাকার ৪১ পরিবার ঘরবন্ধি হয়ে পড়ে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page