মনপুরায় করোনা আক্রান্ত যুবকের বাড়ি সহ ৪১ ঘরে প্রধানমন্ত্রীর উপহার
ভোলার মনপুরায় ঝড়-বৃষ্টি উপেক্ষা করে করোনা আক্রান্ত যুবকের বাড়ি সহ লকডাউনকৃত ৪১ ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার ও খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহার ও খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ২০ কেজি চাল, ১কেজি মশারী ডাল, ৩ কেজি আলু, সয়াবিন, ১ কেজি তেল।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া ও গণমাধ্যমকর্মীরা।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল মঙ্গলবার ঢাকা ফেরত ৩ যুবকের নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে ২৩ এপ্রিল রাতে মনপুরায় একজনের করোনা টেস্টের ফলাফল পজিটিভ হওয়ায় তাৎক্ষনিক উপজেলা প্রশাসন উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ডের ৯ টি বাড়ি লকডাউন করে দেয়। এতে ওই এলাকার ৪১ পরিবার ঘরবন্ধি হয়ে পড়ে।