মনপুরায় করোনা আক্রান্ত যুবকের সাথে ইউএনও আড্ডা
ভোলার মনপুরার সরকারি ডিগ্রী কলেজের ভবনে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত যুবকের সাথে দীর্ঘক্ষণ আড্ডা দিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস। বৃহস্পতিবার দুপুর ১টার সময় প্রাতিষ্ঠানিক আইসোলেশন মনপুরা ডিগ্রি কলেজে ভবনে গিয়ে শাররীক দুরত্ব বজায় রেখে আড্ডা দেন তিনি। এই সময় তিনি চিপস, বিস্কুট, পানি, চানাচুর ও ফল নিয়ে যায়।
ওই আক্রান্ত যুবককে সাহস, উৎসাহ ও বিনোদন দেওয়ার জন্য প্রতিনিয়ত এই কাজ করেন বলে জানান ইউএনও। এছাড়াও প্রতিদিন ওই যুবকের সঙ্গে থাকা মোবাইলে একশত টাকা করে ফেক্সিলোড দেন। যাতে আক্রান্ত যুবক পরিবার ও বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারেন। পরক্ষণে তিনি হাসপাতালে গিয়ে ডাক্তার, নার্স, স্টাফ,স্বাস্থ্য কর্মী ও মাঠকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এবং এই যুদ্ধে সবাইকে একসাথে কাজ করার জন্য অনুরোধ করেন।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল, ইত্তেফাক প্রতিনিধি মোঃ ছালাহউদ্দিন, যায়যায়দিন প্রতিনিধি সীমান্ত হেলাল ও আমার সংবাদ প্রতিনিধি নজরুল ইসলাম মামুন।