ভোলার মেঘনা নদীতে জেলেদের দু’গ্রুপের হামলায় এক জেলে নিখোঁজ
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেঘনা নদীতে গতকাল বুধবার সন্ধ্যায় জালপাতা কেন্দ্র করে দু’গ্রুপের হামলার ঘটনা ঘটে।
হামলায় বাছেদ (২০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ইলিশা রাজাপুরের মধ্যবর্তী মেঘনা নদীতে জালপাতা কেন্দ্র করে রাজাপুর ৬নং ওয়ার্ডের মনির মাঝি ও ইলিশা ১নং ওয়ার্ডের হারুন মাঝির নৌকার জালপাতা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।
এতে মনির মাঝির নৌকার জেলে বাছেদ নিখোঁজ হয়।
এই ঘটনায় পুলিশ দুই নৌকার মাঝিদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছেন এবং নিখোঁজ বাছেদ কে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে ভোলার বাণী কে জানিয়েছেন ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শীল।
এদিকে নিখোঁজ বাছেদ এর বিষয়টি ধামাচাপা দিয়ে অন্যদিকে প্রবাহিত করার জন্য হারুন মাঝির পক্ষে একদল মৎস্য ব্যবসায়ীরা তদবির চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন রাজাপুরের জেলেরা।