চরফ্যাশন ক্যাডেট স্কুল এন্ড কলেজে বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ভোলার ইলিশায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির স্বজনের নমুনা এখনো নেয়নি স্বাস্থ্য বিভাগ।। আতঙ্কে স্বজনরা
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের করোনা আক্রান্ত পল্লী চিকিৎসকের বাসা লকডাউন হলেও স্বজনদের নমুনা এখনো সংগ্রহ করেনি স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার বিকালে করোনা আক্রান্ত রাজিব মন্ডল এর বড় ভাই বলেন, আমরা ফোন দিয়েছি নমুনা সংগ্রহের জন্য কিন্তু নমুনা নিচ্ছে না, প্রথম বলছে সকাল ১০ টায় পরে আবার ১১ টায় এখন আর ফোন রিছিভ করে না সিভিল সার্জন।
এই বিষয়ে ভোলার সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালী বলেন, আমাকে কেউ ফোন দেয়নি, তবে আজকে নমুন করার কথা ছিলো কিন্তু হয়নি মনে হয়, আজকে ২৭ টির মত নমুনা সংগ্রহ করা হয়েছে, তবে করোনা আক্রান্ত ব্যক্তির স্বজনের নমুনা নেওয়া জরুরী কিনা? এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন হুম সেটা জরুরী তবে আমি এখন খবর নিচ্ছি।