ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় ভোলায় যুবক আটক
ভোলায় সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা কে নিয়ে কটুক্তি করায় ভোলা পৌর ৭নং ওয়ার্ডের বাসিন্দা Mobarak Alam Tanzil নামে এক যুবককে আটক করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
তথ্যসূত্র জানা যায় গতকাল ৩০ এপ্রিল ২০২০ইং বুধবার সকালে ভোলার বাংলাস্কুল মোড়ে জেলায় লকডাউন সতর্কতা চলা অবস্থায় পুলিশ চেকপোস্ট ঐ যুবককে মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের কাগজপত্র ত্রুটির বিভিন্ন অপরাধে জেলার ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট আদালতে আইনে ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক কতৃক ২০০০ টাকা জরিমানা করে। পরে এ ঘটনাকে কেন্দ্রকরে দুপুর ৩:২৯ মিনিটে Mobarak Alam Tanzil তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে উক্ত ঘটনার প্রতিক্রিয়া সরুপ দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা ও জেলা প্রশাসনকে নিয়ে অসৌজন্যমূলক কুরুচিপূর্ণ কটুক্তি তুলেধরে সামাজিক গনমাধ্যমে স্টাটাসটি ভাইরাল করেন। পরে তার এ স্টাটাস ভোলা সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি এম এইচ ফাহাদ ও সেচ্ছাসেবক লীগ সদস্য ইস্রাফিল ইফাদ প্রতিবাদ জানিয়ে ফেসবুকে ভাইরাল করেন। ভাইরাল বিষয়টি ছড়িয়ে পরলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার দাবি জানালে ভোলা জেলা প্রশাসনের বিষয়টি দৃষ্টি গোচর হয়। আজ সন্ধা ৬:৩০ মিনিটের সময় জেলা পুলিশ সুপারের নির্দেশে,জেলা গোয়েন্দা শাখার ডিবিপুলিশ ওসি মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে ডিবিপুলিশের এস আই আবু জাফর সংগীয় ফোর্স সহকারে তার বাসা থেকে মোবারক আলম তানজীলকে আটক করে। এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ডিবিপুলিশ এর ওসি শহিদুল ইসলাম জানান,আটক আসামি বিরুদ্ধে দেশেত মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক গনমাধ্যমে কটুক্তি করায় প্রচলিত চলমান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।