ভোলার ইলিশায় এক পল্লী চিকিৎসক করোনায় আক্রান্ত।। ৫ বাড়ি লকডাউন
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ইলিশাবাজারের বিউটি মেডিকেল হলের মালিকের করোনা ভাইরাসের রিপোর্ট পজিটিভ আশায় সেই বাড়িসহ ৫ ঘরের ৪০ সদস্য কে লকডাউন করেছে প্রশাসন।
এনিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ জনে যার মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৩ জন।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে ঐ বাড়ি লকডাউন করে দিয়েছেন।
এই সময় উপস্থিত ছিলেন, সদর থানার ওসি এনায়েত হোসেন, ওসি তদন্ত মনিরুল ইসলাম, ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন শ্রীল, ইলিশা ইউনিয়নের স্বাস্থ্য কর্মকতা সিরাজুল ইসলাম, আবুল কালাম, স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেনপ্রমুখ।
সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, রাজিব চন্দ্র নামের এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আশায় করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে আমরা ৫ ঘরের ৪০ সদস্য কে লকডাউন করেছি।
ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া বলেন, আমি খবর পেয়ে সাথে সাথে গ্রাম পুলিশ এবং মেম্বার পাঠিয়েছি, এ ছাড়াও লকডাউন হওয়া ব্যক্তিদের যা প্রয়োজন আমি ব্যবস্থা করবো।
উল্লেখ্য এর আগে ভোলার মনপুরা, বোরহানউদ্দিন ও সদর উপজেলায় ৪ জন রোগীর করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে আক্রান্ত সবাই সুস্থ্য আছেন বলে জানা গেছে।