ভোলায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
ভোলায় করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন, দুস্থ ও অসহায় হতদরিদ্র ৫ শত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ভোলা সোসাইটি ইউনিট।
মঙ্গলবার সকালে ভোলা নৌ বন্দর এলাকায় খেয়া ঘাটে কর্মহীন শ্রমিকদের মাঝে আনুষ্ঠানিক ভাবে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভোলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্য নির্বাহী কমিটির সদস্য ও ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকীব ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম।
এসময় প্রতিটি পরিবারকে সাড়ে ৭কেজি চাল, ১লিটার তেল, ১কেজি মসুর ডাল, ১লবন, ১কেজি ১ কেজি চিনি ও ৫’শ গ্রাম করে সুজি প্যাকেট করে দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ন আহ্বায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, ভোলা রেডক্রিসেন্টে সোসাইটির যুব প্রধান চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, ইউনিট লেভেব অফিসার মিলন প্রমুখ।