সর্বশেষঃ

ভোলার ভেলুমিয়ায় জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ

ভোলা সদর উপজেলার ১০নং ভেলুমিয়া ইউনিয়ন পরিষদে করোনা ভাইরাস ঝুঁকি মোকাবিলায় জেলেদের সামাজিক দুরুত্ব বজায় রেখে জেলেদের মাঝে চাউল বিতরন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাম মাস্টার। এসময় চেয়ারম্যান জেলেদের উদ্দেশ্য বলেন, সরকারের আইন মেনে চলায় নদীতে মাছ স্বীকার করতে না যাওয়ায় সরকার আপনাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে। আপনারা সরকারের নির্দেশ অমান্য করে নদীতে মাছ ধরতে যাবেন না। সরকারের নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ট্যাগ অফিসার) মোঃ জিয়াদ হাসান, প্যানেল চেয়ারম্যান মহসিন খাঁ, ভেলুমিয়া ইউনিয়ন পরিষদ সচিব ও ভেলুমিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মনির হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডে মেম্বার ও আওয়ামীলীগ নেতাকর্মীদের উপস্থিতে জেলেদের মাঝে চাউল বিতরণ করা হয়। উল্লেখ, ভোলা সদর উপজেলার ১০নং ভেলুমিয়া ইউনিয়নে ১১৭০ জেলে পরিবারের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।