ভোলার বিভিন্ন দাবী নিয়ে চট্টগ্রামস্থ ভোলা জেলা ছাত্র ফেরামের সংবাদ সম্মেলন
ভোলার পশ্চিম ইলিশায় ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে পীর সাহেব চরমোনাই’র নির্দেশে চলমান দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন-পশ্চিম ইলিশা শাখার ব্যাবস্থাপনায় দল-মত নির্বিশেষে মধ্যবিত্ত ও অসহায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ইসলামী আন্দোলন-পশ্চিম ইলিশা ইউনিয়নের সকল ওয়ার্ডের দায়িত্বশীলদের মধ্যে বন্টনমূলক বিতরনের মাধ্যমে অসহায়দের সম্মানার্থে এসব ত্রান বাসায় পৌছে দেওয়া হয়।
এসময় সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন-পশ্চিম ইলিশা ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ নুরে আলম ফয়েজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবু মূসা’সহ সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এর আগে সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলদের ব্যাক্তিগত ও সমষ্টিগত উদ্যােগে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত আলেমদের নগদ আর্থিক সহযোগিতা ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।