তজুমদ্দিনে আড়ালিয়া মাদ্রাসায় বিশৃংখলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
জেলা প্রশাসকের ত্রান তহবিলে এক লক্ষ টাকা অনুদান দিলো গ্রামীন জন উন্নয়ন সংস্থা
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে কর্মহীন হয়ে পড়া কর্মহীন মানুষের জন্য খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলছেই। মরণঘাতী নভেল করোনা ভাইরাস লণ্ডভণ্ড করে দিয়েছে পুরো বিশ্বকে। বাংলাদেশেও করোনার থাবা থেকে মুক্তি পাচ্ছেনা মানুষ। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমতাবস্থায় ভোলায় কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। প্রতিনিয়তই সাহায্য করে যাচ্ছে এ সংস্থাটি। তারই ধারাবাহিকতায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজও করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রান সহায়তা দিতে জেলা প্রশাসকের ত্রান তহবিলে এক লক্ষ টাকা অনুদান দিলেন গ্রামীন জন উন্নয়ন সংস্থা।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এর হাতে চেক প্রদান করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর, ও অতিরিক্ত পরিচালক আজাদ হোসেন।