তজুমদ্দিনে কোষ্টগার্ডের ৪০ হাজার মিটার জাল আটক

ভোলার তজুমদ্দিনের মেঘনায় দুই মাসের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় কোষ্টগার্ড ও মৎস্য অফিসের যৌর্থ অভিযানে ৪০ হাজার মিটার জাল আটক করা হয়। আটককৃত জাল শশীগঞ্জ স্লুইজঘাটে আগুণে পুড়ে নষ্ট করা হয়।
কোষ্টগার্ড কমান্ডার আসাদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার মৎস্য অফিস ও কোষ্টগার্ড মেঘনা নদীতে দিনভর যৌর্থ অভিযান চালায়। এসময় মেঘনা নদীর বাগের খাল এলাকায় থেকে ৪০ হাজার মিটার জাল আটক করা হয়। পরে আটককৃত জাল শশীগঞ্জ স্লুইজঘাটে এনে আগুণে পুড়ে নষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, সাংবাদিক কামাল উদ্দিন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।