টাইলস স্যানিটারি শোরুমের কর্মচারীদের বেতন-ভাতা পরিশাধের আহ্বান

ঢাকায় টাইলস স্যানিটারি শোরুমে কর্মরত দ্বীপ জেলা ভোলার মধ্যবিত্ত পরিবারের শত শত সন্তান।

ভোলার এই মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য ঢাকায় টাইলস স্যানিটারি শোরুমে- দিনরাত অক্লান্ত পরিশ্রম করে মালিকের মুখে হাসি ফুটিয়েছেন।

সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এসব টাইলস স্যানিটারি শোরুমের মধ্যবিত্ত কর্মরত শ্রমিকগন ও তাদের পরিবার গুলো মানবেতর জীবনযাপন করছেন

নাম প্রকাশে অনিচ্ছুক টাইলস স্যানিটারি শোরুমের কয়েকজন শ্রমিক জানান, পরিবার পরিচলানা করার এক মাত্র আয়রোজগারের সম্বল আমার এই স্যানিটারি শোরুমের এই চাকরিটি। আজ প্রায় দেড়মাস করোনা ভাইরাসের কারণে আয়রোজগারের পথ বন্ধ থাকায় পরিবার নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছি। মালিকদের কাছে আমাদের দাবী অন্তত রমজান মাসের দিকে তাকিয়ে হলেও আমাদেরকে সহযোগীতার হাত বাড়িয়ে দিন।

অন্যদিকে ভোলা সিটিজেন ফোরামের টিম মেম্বাররা ঢাকা টাইলস স্যানিটারি শোরুমের মালিকদের দৃষ্টি অকর্ষণ করে বলেন আপনারা যে কোনে ভাবে হোক মাহে রমজান মাসের দিকে তাকিয়ে হলেও ভোলার ভুক্তভোগী পরিবারদের পাশে দাড়ান এবং আপনাদের শোরুমে যে সকল শ্রমিক ভাইয়েরা কর্মরত ছিলেন তাদের পাওনা টাকা গুলো নিজ জিম্মায় তাদেরকে পৌছে দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন।
এটাই ভোলাবাসীর প্রানের দাবী।
লেখক:
আবু রায়হান
সৌদি প্রবাসী

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।