চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ হলেন প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন
লালমোহন পৌরবাসীর মাঝে ইফতার সামগ্রী বিতরন করলেন এমপি শাওন
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ২৭ এপ্রিল ২০২০ সকালে লালমোহন পৌরসভার ১২টি ওয়ার্ড এর বিভিন্ন স্থানে ৩ হাজার রোজাদারকে ইফতার সামগ্রী বিতরন করেন। প্রথমে পৌর শহরের কেন্দ্রীয় ঈদগা মাঠে ইফতার সামগ্রী বিতরনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি বলেন সারা জীবন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের সেবা করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে কোন প্রতিকূল পরিস্থিতিতে আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ। বৈশ্বিক দূর্যোগের শুরু থেকেই আপনাদের পাশে থেকে সেবা করে যাচ্ছি। পুনরায় কথা দিচ্ছি যতদিন দূর্যোগ থাকবে ততদিন পাশেই থাকবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন করে শারিরীক দূরত্ব বজায় রেখে সকলকে চলতে হবে। সারা বিশ্ব আজ করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই মহামারি করোনা ভাইরাস থেকে নিজেদেরকে সুরক্ষিত করতে সকলকে সচেতন হতে হবে। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন দ্রুত এই ভাইরাস থেকে আমাদেরকে তথা মানবজাতীকে মুক্তি দেন।
তিনি প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। লালমোহনে আর কোন অনিয়ন এর কথা শুনতে চায়না। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ত্রাণ বিতরন কমিটির আহবায়ক পৌর আওয়ামী লীগ সম্পাদক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন আরজু, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনম শাহজামাল দুলাল, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জাহিদুল ইসলাম নবীন, পৌর কাউন্সিলর আলহাজ্ব জহিরুল ইসলাম মাসুদ, ফরহাদ হোসেন মেহের, সাইফুল কবীর, এহসানুল হক ফরিদ, জসিম ফরাজী প্রমুখ